ডিওয়াইএফ‌আই-এর যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ডিওয়াইএফ‌আই সংগঠনের যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।জলপাইগুড়ির অসম মোড় এলাকায় অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের শতাধিক যুবতী সদস্য।

মূলত সংগঠনের যুবতীদের প্রাধান্য দিয়েই এই কনভেনশন করা হয়। যুবতী কনভেনশন উপলক্ষে জলপাইগুড়ি শহরের শিরিষতলা থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি অসম মোড়ে এসে শেষ হয়। ডিওয়াইএফআই সংগঠনের যুবতী সদস্যরা জানা‌ন এবারের এই কনভেনশনের মধ্য দিয়ে সংগঠনের যুবতীদের উদ্দেশে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।