জিএসটি ও আইটিসি প্রতারণার অভিযোগে ইডির তল্লাশি, অঙ্ক কয়েকশো কোটি টাকা

ফের কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযান। এবার জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) প্রতারণার অভিযোগে কলকাতার সাতটি জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুধু কলকাতাই নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি অভিযান।

ইডি সূত্রে খবর, ভুয়ো সংস্থা খুলে জাল ইনভয়েসের মাধ্যমে বিপুল অঙ্কের ইনপুট ট্যাক্স ক্রেডিট হাতিয়ে নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল এই চক্র।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একাধিক ‘শেল কোম্পানি’ তৈরি করে ভুয়ো বিল দেখিয়ে জিএসটি ফেরতের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে।

সেই অর্থ কোথায় গিয়েছে ও কারা এই জালিয়াতি চক্রের মূল মাথা, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের দাবি।

কলকাতার বিভিন্ন বাণিজ্যিক এলাকা ও আবাসনে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় তল্লাশি শুরু হয়।

 তদন্তকারীরা নথিপত্রের পাশাপাশি একাধিক ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখছেন।

 ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি I-PAC ঘিরে সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার আবহে এই তল্লাশি অভিযান ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শাসকদলের একাংশের অভিযোগ, নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা চলছে।

 যদিও ইডির পাল্টা বক্তব্য, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর্থিক অপরাধের তদন্ত করাই কাজ।”

তল্লাশি এখনও চলছে। তদন্ত যত এগোবে, এই জিএসটি ও আইটিসি প্রতারণা মামলায় আরও বড় তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।