এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ বৃদ্ধ!

২০০২ সালে বন দফতরে কাজ করার সূত্রে অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ার বাসিন্দা হিমাংশু মোহন দাস।

২০০৭ সালে চাকরি থেকে অবসর নিয়ে শিলিগুড়ি তার নিজের বাড়ি ফিরে আসেন। এখন তার বয়স ৭৭ বছর। সোমবার শিলিগুড়ির নেতাজি বয়েজ হাই স্কুলের ক্যাম্পে এসআইআরের শুনানির জন্য ডাকা হয় হিমাংশু বাবুকে।

একদিকে যেমন বয়স হয়েছে ৭৭ বছর, তার ওপর হৃদরোগ ও উচ্চ রক্তচাপ জনিত একাধিক রোগে আক্রান্ত তিনি। এসআইআর শুনানিতে ডাক পেয়ে সোমবার সকলের মত ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন হিমাংশু বাবু।

অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে যেতে থাকেন। তৎক্ষণাৎ তাকে নিয়ে চোখে মুখে জল দিয়ে পাশে বসান সকলে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর তথা শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ অভয়া বসু ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

মঙ্গলবার হিমাংশু বাবুকে দেখতে তার বাড়ি যান মেয়র পারিষদ অভয়া বসু। তিনি বলেন, বর্তমানে হিমাদ্রি বাবুর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে, ওষুধ চলছে। তবে বয়স্ক মানুষদের ডেকে নিয়ে এসআইআর ক্যাম্পের লাইনে না দাঁড় করিয়ে তাদের বাড়ি এসে কাজ করে দেওয়ার ব্যবস্থা করা হলে এই ধরণের সমস্যা হবে না বলেই মনে করেন তিনি। একই কথা জানান হিমাংশু মোহন দাস মেয়ে চৈতালি দাস। বয়স্কদের জন্য বাড়ি এসে এসআইআরের কাজ করে দেওয়ার কথাও বলেন তিনি।