জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। কালীপুজোর পরই শুরু হতে পারে SIR, আর তার তিন মাসের মধ্যেই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট অডিটোরিয়ামে তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই স্পষ্ট করেছেন কমিশনের প্রতিনিধিরা। কোলাঘাটে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের জেলাশাসক, ERO ও AERO রা। জাতীয় নির্বাচন কমিশনের টিম সেখানে রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখেন।
সূত্রের খবর, কমিশনের প্রতিনিধি বৈঠকে বলেন, “SIR শেষ হওয়ার তিন মাসের মধ্যেই ভোট।” তাঁদের কথাতেই রাজ্যে আগামী এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। অক্টোবরে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে SIR।
