আসন্ন ভোটে দাঁড়াচ্ছে বগটুইয়ে নিহতের পরিবার

দেখতে দেখতে একটা বছর কেটে গেলেও স্মৃতি যেন এখনো দগদগে হয়ে রয়েছে। ২০২২ সালের ৩১ মার্চ উত্তাল হয়েছিল বাংলার রাজ্য রাজনীতি। সেই উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির পিছনে ছিল একটাই নাম-বগটুই। সেদিনের গণহত্যার কথা মনে করলে আজও যেন শিউরে ওঠেন বগটুইয়ের বাসিন্দারা। এবার পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই ফের যেন সম্মুখ সমরে নামল তৃণমূল-বিজেপি।

রাজনৈতিক মহলের মতে, বগটুইয়ের সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকাবাসীর মনে শাসক দলের প্রতি একটা ক্ষোভ জন্মাতে শুরু করে। আর সেই ‘ইস্যু’কে কাজে লাগাতেই যেন আসরে নেমে পড়েছে বিজেপি। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বগটুইয়ে এবার তৃণমূলের বিরুদ্ধেই বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন স্বজনহারা পরিবারের সদস্য।

প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত বরশাগ্রাম পঞ্চায়েত উপপ্রধান তৃণমূল নেতা ভাদু শেখকে খুনের ঘটনার পরেই পাল্টে যায় বগটুইগ্রামের পরিস্থিতি। সেই রাতে গৃহবন্দী অবস্থায় ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে যখন বাংলায় তীব্র রাজনৈতিক চাপানউতোর চলছে ঠিক তখনই স্বজনহারা পরিবারের পক্ষ থেকে মিহিলাল শেখ বিজেপিতে যোগদান করেন।