গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

1 min read

 

তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে উদ্ধার এক অস্থায়ী মহিলা কর্মীর ঝুলন্ত দেহ ।এদিন পঞ্চায়েত কার্যালয়ের দরজা খুলতে গিয়ে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। মৃতের নাম মাধবী বর্মন বয়স ৪৭ বছর বলে জানা গিয়েছে।
ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পনেরো বছর আগে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাধবীদেবীর স্বামীর। পরে সেই থেকেই বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত দপ্তরে সাফাইয়ের কাজ করে আসছেন মাধবী। প্রতিদিনের মতো এদিনও কর্মচারীরা আসার আগেই সাফায়ের উদ্দেশ্যে কার্যালয়ের তালা খুলে দপ্তরের ভেতরে প্রবেশ করেন মাধবী। তবে নির্দিষ্ট সময়ে সরকারি কর্মচারীরা এসে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতেই চক্ষু চরক গাছ।পুলিশ এসে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার করে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ। দেহ ময়না তদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৃতার ভাসুর সচীন্দ্রনাথ বর্মন বলেন, গ্রাম পঞ্চায়েতের চাবি ভাই বউয়ের কাছেই থাকতো। সেই সুবাদে প্রতিদিনের মতো এদিনেও গ্রাম পঞ্চায়েতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল সে। তবে তাঁর ভাই বউ বিভিন্ন জায়গা থেকে ঋণ,ধার করেছিল বলে শুনেছেন তাঁরা। এই ব্যাপারে বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলু বর্মন বলেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তাঁরাও রীতিমতো হতভাক।

You May Also Like