রঙিন আলোয় ঝলমল করছে জলপাইগুড়ির হাইকোর্ট সার্কিট বেঞ্চ ভবন

উদ্বোধনের আগে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন। আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে নবনির্মিত এই ভবনের। তার‌ই প্রস্তুতি খতিয়ে দেখতে নতুন ভবন পরিদর্শনে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। ভবনের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি প্রায় শেষের‌ পথে। সার্কিট বেঞ্চ ভবনের অসাধারণ আলোকসজ্জা ও সৌন্দর্য দেখার জন্য সন্ধে‌ নামলেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মেয়র গৌতম দেব বলেন, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালু করা হয়।

সার্কিট বেঞ্চ ভবন নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের যাতে কলকাতায় ছুটতে না হয়, এজন্য জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।