শুরু হলো তোড়জোড়

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই প্রথমবার সেখানে ধুমধাম করে রথ পালিত হবে। শুরু হয়েছে তোরজোড়।

এগিয়ে আসছে রথযাত্রা। তার আগেই নবান্ন সভাঘরে রথের উৎসব নিয়ে বড় বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং দিঘায় উপস্থিত থাকবেন রথের সময়। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা রয়েছে তাঁর। প্রায় ২ লক্ষ মানুষের সমাগম ওই সময়।

মন্দির উদ্বোধনের দিন যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল, একই স্তরের নিরাপত্তা থাকবে রথের দিনও। তবে যেহেতু ওইদিন লোকসমাগম বেশি হবে তাই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বত্র ‘মে আই হেল্প ইউ’ এর ক্যাম্প থাকবে। এছাড়াও থাকবে মেডিকেল ক্যাম্প, জলছত্র, খাবার বিতরণ, বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা।