বীরভূমের তারাপীঠ আজ রবিবার ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখর। আগামীকাল মা তারার কালীরূপে মহাপূজার আগে আজ পালিত হচ্ছে ভূত চতুর্দশী। এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্যজুড়ে— এমনকি রাজ্যের বাইরেও— অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে সিদ্ধ পীঠতারাপ সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর। মায়ের মন্দির, ঘাট, আশ্রমপথ, এমনকি বাজার পর্যন্ত আলোয় সেজে উঠেছে এক উৎসবমুখর রূপে।
পুরোহিত ও তান্ত্রিকরা আজকের দিনটিতে শুরু করেছেন ভূত চতুর্দশীর হোমযজ্ঞ— মঙ্গল কামনায় আগুনে আহুতি দিয়ে চলছে বিশেষ পুজো ও আরাধনা। রাতভর চলবে এই হোমযজ্ঞ ও তান্ত্রিক সাধনা। এরপর রাত পেরোলেই সোমবার সকালে অনুষ্ঠিত হবে মা তারার কালীরূপে মহাপূজা।
প্রতি বছরের মতো এবারও মা তারার এই বিশেষ রূপের দর্শন ও পূজার জন্য ভক্তদের মধ্যে বিরাট উৎসাহ দেখা যাচ্ছে। আলোকময় মন্দির, ধূপধুনো আর শঙ্খধ্বনিতে ভরে উঠেছে তারাপীঠ— যেন দেবীপূজার আগে মায়ের আগমনী উৎসব।
