মালদায় গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হল

২৮ ডিসেম্বর গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হলো। মঙ্গলবার দুপুরে গাজোল ব্লকের ক্যাম্পাস অন্নদাশংকর সদনে এদিন গাজোল উৎসব ২০২২ অনুষ্ঠান হয়। এবারের ৩১ তম বছরের পদার্পণ করলো এই উত্সব।

সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক পর্ব ২৮ – ৩১ ডিসেম্বর পর্যন্ত নিত্য ও সঙ্গীত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রেজিনা পারভিন, গাজন উৎসবের সহ-সভাপতি বিধান রায়, অরবিন্দ ঘোষ, জয়ন্ত ঘোষ, মানিক প্রসাদ প্রমূখ।