গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বর্তমানে আরজি কর ধর্ষণ খুন ও দুর্নীতি কাণ্ড, দুই মামলারই তদন্ত করছে সিবিআই। এবার আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে আরজি কর দুর্নীতি মামলার দ্বিতীয় দফার তদন্ত শেষ করার নির্দেশ দিল আদালত।
আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের পরেই আতশকাঁচের তলায় এসেছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। পরবর্তীতে জানা যায়, তাঁর আমলে ওই মেডিক্যাল কলেজে ভূরি ভূরি দুর্নীতি হয়েছে। সেই সূত্রে সন্দীপ, আফসার আলি, দুই ঠিকাদার বিপ্লব সিংহ, সুমন হাজরা ও হাউস স্টাফ আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। আগামী ৩০ জুন আলিপুরের বিশেষ আদালতে সন্দীপ সহ পাঁচজন অভিযুক্তকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দুই তরফের সওয়াল জবাব শোনার পর দ্বিতীয় দফার তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেয় আদালত। নির্দেশ দেওয়া হয়, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তবে আগামী ৩০ জুন পাঁচ অভিযুক্তকেই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ায় মনে করা হচ্ছে সেদিনই এই মামলায় চার্জ গঠন করা হতে পারে।
