নয়া মোড় নিলো তদন্ত

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার উঠছে অন্য তথ্য, একুশের ভোট-পরবর্তী হিংসার অন্যতম চাঞ্চল্যকর মামলা অভিজিৎ সরকার খুন।

এবার সেই মামলায় বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের বয়ানকে হাতিয়ার করে নারকেলডাঙা থানার তৎকালীন ওসি-সহ তিন পুলিশকর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। শুধু তাই নয়, তৃণমূলের বিধায়ক ও কাউন্সিলরদের নামও উঠে এসেছে সেই চার্জশিটে। তদন্তের গতিতে ফের চমক। ২০২১ সালের ২ মে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হয়।

ঘটনার দিনই পুলিশ আসে, কিন্তু রক্তে ভেজা রাস্তা ঘিরে না রেখে বরং তা ধুইয়ে দেন নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন—এই অভিযোগ করেছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর দাবি, অভিযুক্তদের দিয়েই প্রমাণ লোপাটে মদত দিয়েছিলেন ওসি।