প্রাকৃতিক দুর্যোগের কারণে ২২ দিন ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলে যাচ্ছে মাতা বৈষ্ণোদেবীর যাত্রাপথ। আবার পাহাড়ি পথে ভক্তদের পা পড়তে চলেছে।
কাটরার হোটেল, লজ, দোকান—সব জায়গাতেই এ খবরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। এতদিন ধরে যাত্রা বন্ধ থাকায় ভক্তরা যেমন হতাশায় ভুগছিলেন, তেমনি ব্যবসার মন্দায় চিন্তায় ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। যাত্রা ফের শুরুর ঘোষণা আসতেই সবার মুখে ফিরেছে হাসি।
স্থানীয় এক হোটেল মালিকের কথায়, “যাত্রা বন্ধ থাকায় ঘর ফাঁকা পড়ে ছিল। ফের ভক্তরা আসবেন জেনে বুকিং শুরু হয়ে গেছে।”
অন্যদিকে ভক্তরাও উচ্ছ্বসিত। মহারাষ্ট্র থেকে আসা তীর্থযাত্রীরা বলেন, “আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। এবার মায়ের দর্শন পাওয়া যাবে ভেবে মন ভরে গেছে।”
তবে প্রশাসনের কড়া নজরদারি থাকছে। আবহাওয়া খারাপ হলে যাত্রা আবারও থামিয়ে দেওয়া হতে পারে বলে সম্ভবনা। তবুও দীর্ঘ প্রতীক্ষার পর ভক্তদের হৃদয়ে যে আনন্দের জোয়ার বইছে, তা আর আটকানো যাচ্ছে না।
