কিষান ক্ষেতমজুর তৃণমূলের ‘বুথ চলো’ কর্মসূচি, বালুরঘাটে এলেন মানস দাস

রাজ্যের কৃষি ও কৃষকদের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বিভিন্ন প্রকল্প সাধারণ কৃষকদের মধ্যে আরও বেশি করে পৌঁছে দিতে ও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘বুথ চলো’ কর্মসূচি শুরু করেছে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস।

এই কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় এসে পৌঁছান কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার মানস দাস। বালুরঘাট রেল স্টেশনে পৌঁছাতেই জেলা সভাপতি শাহেনশা মোল্লার নেতৃত্বে সংগঠনের কর্মী-সমর্থকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’, ‘কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’  সহ ‘পূর্ণেন্দু বসু জিন্দাবাদ’  স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর।

বালুরঘাট স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানস দাস বলেন, “আমাদের নেতা পূর্ণেন্দু বসুর নির্দেশে দক্ষিণ দিনাজপুরে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষ সরকারের পক্ষ থেকে কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে, তা রাজ্যের প্রতিটি প্রান্তের প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ‘বুথ চলো’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, জেলা সভাপতি শাহেনশা মোল্লার ডাকে সাড়া দিয়ে জেলার যত বেশি সংখ্যক বুথে পৌঁছানো যায়, সেই লক্ষ্যে সংগঠনের কর্মীরা কাজ করবেন। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় এই কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মানস দাস।