শুরু কলকাতা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট

কলকাতা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট ২০২৫–২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন। বডি গার্ড লাইন্স গ্রাউন্ডে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিযোগিতার সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, সমস্ত ডিসি স্তরের অফিসার সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, “অ্যানুয়াল স্পোর্টস ২০২৫–২৬ আজ থেকে শুরু হয়েছে। সবকিছু খুব ভালোভাবে হচ্ছে।” আগামী দিনে ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচ নিয়ে যুবভারতী কাণ্ড থেকে শিক্ষা নিয়ে আগাম কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সব বিষয় নোট করা হয়েছে। স্টেকহোল্ডার ও আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকবে। আশা করছি, সবকিছু ভালোভাবেই হবে।”

বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে কমিশনার স্পষ্ট করে জানান, শুধু পার্ক স্ট্রিট নয়, গোটা শহরজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। ফিল্ড লেভেল থেকে শুরু করে ডিসি স্তরের সিনিয়র অফিসারদের ইতিমধ্যেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবভারতী কাণ্ডের মূল আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে কলকাতা পুলিশের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে কমিশনার জানান, “উনি এসেছিলেন কারণ তখন মেসির থাকার কথা ছিল তাজবেঙ্গল হোটেলে। পরে পুরো প্রোগ্রাম অন্যদিকে চলে যাওয়ায় আর কোনও যোগাযোগ নেই।”

যুবভারতী ঘটনার পর বড় বড় আন্তর্জাতিক খেলোয়াড়দের নিরাপত্তা ও ভরসা ফেরানো নিয়ে তিনি বলেন, “কলকাতা পুলিশের প্রফেশনাল পুলিশিংয়ের অভিজ্ঞতা রয়েছে। অতীতেও বহু বড় অনুষ্ঠান সফলভাবে সামলানো হয়েছে। আগামী বিশ্বকাপও সুষ্ঠুভাবে আয়োজিত হবে।”

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর এই অ্যানুয়াল স্পোর্টস মিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তিন দিনের এই ক্রীড়া উৎসবকে ঘিরে কলকাতা পুলিশের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো।