প্রয়াত হলেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই। বহুদিন ধরে থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই ক্যানসার ছড়িয়ে পড়েছিল কন্নড় অভিনেতার পেটেও।
দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, তাঁর এই অসুখের চিকিৎসার খরচের কথাও। এক একটি ইনজেকশনের দাম লাখ টাকা! মোট খরচ ৭০ লাখ ছুঁইছুঁই।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৫৫ বছর।
দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘কেজিএফ’ ছবিতে মনোমুগ্ধকর অভিনয়ে দর্শকের মন জয় করেছিলেন হরিশ রাই। এছাড়াও ‘ওম’, ‘সামারা’, ‘ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড’, ‘জোদিহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েড্স গীতা’ ‘স্বয়ম্বরা’, ‘নল্লা’-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু ছবিতেও কাজ করেছেন অভিনেতা।
হরিশের মৃত্যুর খবরে শোকের ছায়া দক্ষিণী বিনোদনজগতে।
