প্র*য়াত জনপ্রিয় গায়ক প্রশান্ত তামাং

স্তব্ধ পাহাড় থেকে সমতল – শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে।

বাংলার প্রথম ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী, জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই।

মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নয়াদিল্লির নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন প্রশান্ত।

ইন্ডিয়ান আইডল সিজন ৩ জিতে গোটা দেশের নজরে আসেন দার্জিলিং-এর এই কৃতী সন্তান।

 গানের মঞ্চের পাশাপাশি নেপালি চলচ্চিত্র জগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল আমাজন প্রাইম ভিডিয়োর জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাললোক সিজন ২-তে।

প্রশান্ত তামাং-এর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী শিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত। গোর্খা সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। বিনোদন জগৎ হারাল এক বহুমুখী প্রতিভাকে। রেখে গেলেন তাঁর স্ত্রী ও পরিবারকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাঁদের প্রিয় ‘পাহাড়ি হিরো’-কে শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁর কণ্ঠের মায়াবী সুর চিরকাল সঙ্গীতপ্রেমীদের মনে বেঁচে থাকবে।