বন্দে ভারতকে ঘিরে মালদা টাউন স্টেশনের রূপান্তর, লোকশিল্পে সাজছে স্টেশন চত্বর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কার্যত নতুন রূপ পাচ্ছে মালদা টাউন স্টেশন।

 দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা ঘিরে শুধু রেল যোগাযোগ নয়, মালদার সংস্কৃতি ও ঐতিহ্যকেও তুলে ধরার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

স্টেশনের সামনের অংশে চলছে ব্যাপক সৌন্দর্যায়ন।

রাতদিন এক করে কাজ চলছে, যার তদারকিতে রয়েছেন শীর্ষস্থানীয় রেল আধিকারিকরা।

 মূল প্রবেশপথের দু’পাশে বসানো হয়েছে গম্ভীরা লোকশিল্পের আদলে তৈরি বিশাল মুখোশ।

 মালদার নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রেল সূত্র।

স্টেশন চত্বরে সবুজ ঘাসের উপর স্থাপন করা হয়েছে শ্রীচৈতন্যের ফাইবারের মূর্তি।

পাশাপাশি বসানো হয়েছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ম্যুরাল। নতুন চারাগাছ লাগিয়ে আরও সবুজ করে তোলা হচ্ছে পুরো এলাকা।

সব মিলিয়ে মালদা টাউন স্টেশন যেন এক সাংস্কৃতিক গ্যালারির রূপ নিচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের রেক।

সেই কারণে ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করবে না।

শুক্রবার মালদায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 প্রধানমন্ত্রী আসার আগে তিনিই স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখবেন।

মালদা রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা ইতিমধ্যেই স্টেশন পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন ডিভিশনের অন্যান্য রেল আধিকারিকরা। মালদা রেল ডিভিশনের পিআরও জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা টাউন স্টেশন থেকেই দেশের প্রথম স্লিপার কোচ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন।

একই দিনে আরও ছয় জোড়া ট্রেনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্বোধনের প্রথম দিন বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীরা বিনামূল্যে কামাখ্যা যেতে পারবেন। সব মিলিয়ে এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত মালদা টাউন স্টেশন।