ডাবগ্রাম – ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত সাহুডাঙ্গিতে সূর্যসেন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস হল উৎসবমুখর পরিবেশে।
দীর্ঘদিন ধরেই এই এলাকার বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে দ্বিতীয় ক্যাম্পাসের দাবি উঠে আসছিল। অবশেষে সেই দাবির বাস্তব রূপ মিলল।
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন দে সরকার, সূর্যসেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল, জেলা পরিষদের সদস্য মনীষা রায়, এলাকার প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও বহু ছাত্রছাত্রী।
এই উপলক্ষে মেয়র গৌতম দেব জানান, প্রায় তিন একর জমির ওপর এই দ্বিতীয় ক্যাম্পাসটি গড়ে উঠবে। খুবই ভালো ও উপযুক্ত জায়গায় কলেজটি তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তাঁর কথায়, এই ক্যাম্পাস চালু হলে এলাকার অসংখ্য ছাত্রছাত্রী উপকৃত হবে ও উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।
তিনি আরও জানান, খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে। স্থানীয় মানুষজন ও পড়ুয়াদের মধ্যে এই ঘোষণায় খুশির হাওয়া বইছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটায় সাহুডাঙ্গি ও আশপাশের এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলেই আশা করা হচ্ছে।
