আগামী মাসে হতে চলছে পুরসভা ভোট

1 min read

অবশেষে ঘোষিত হলো পুরসভা ভোটের দিনক্ষণ। সরকারের প্রস্তাবে শিলমোহর কমিশনের। সূত্রের খবর, ১৯ ডিসেম্বর হচ্ছে পুরভোট৷ ওই দিন কলকাতা ও হাওড়ায় হবে পুরভোট৷ জানা গিয়েছে, পুরভোটের সম্ভাব্য নির্ঘণ্ট নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর যে প্রস্তাব পাঠিয়েছে, তাতে সিলমোহর দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ কালী পুজোর পর এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন৷

আগামী ১৯ ডিসেম্বর দুটি পুরসভায় নির্বাচন৷ ভোট হবে কলকাতা ও হাওড়ার মতো বড় দুটি পুরসভায়৷ সূত্রের খবর, দুই জেলার পুরভোটই ইভিএমে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ এবং হাওড়া পুরসভা ওয়ার্ডের সংখ্যা হচ্ছে ১৬৬৷ গতকালই পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব নির্বাচন কমিশনে যে চিঠি পাঠিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে, আপাতত কলকাতা ও হাওড়া, দুটি পুরসভার ভোট চায় সরকার৷ এবং সেই দুটি পুরসভাতেই আপাতত ভোট হবে৷ 

প্রসঙ্গত, ১১৪টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ ১৭টি পুরসভা এমনও আছে যার মেয়াদ ফুরিয়েছে দু’ বছর আগে৷ এর মধ্যে রয়েছে হাওড়া৷ রাজ্য সরকার চাইছে কলকাতা ও হাওড়ায় পুরভোট করে নিতে৷ নিয়ম মাফির রাজ্যের তরফে সেই প্রস্তাবই পাঠানো হয়েছিল৷ সূত্রের খবর, রাজ্যের সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে কমিশন৷  

You May Also Like