মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে পশ্চিমবঙ্গে আরেক নির্বাচন। সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই সেই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
এবার বামেদের সমর্থনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। জোটে এই নির্বাচনে লড়বে বামফ্রন্ট-কংগ্রেস। কংগ্রেসের হয়ে প্রার্থী করা হয়েছে কাবিলউদ্দিন শেখকে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কাবিলউদ্দিন শেখই হাত শিবিরের প্রার্থী ছিলেন।
লিখিত শর্তের ভিত্তিতে উপনির্বাচনে কালীগঞ্জ আসনটি কংগ্রেসকে আরএসপি ছেড়ে দিয়েছে। উল্লেখ্য ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কালীগঞ্জে আরএসপি লড়াই করত। এরপর ২০১৬ এবং ২০২১ পরপর বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী লড়েন।
