শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত ‘প্লাটিনাম জুবিলী ভবন’ ও ‘অধিবেশন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।  বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে শিলিগুড়ি পৌর নিগম প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সহ পৌর নিগমের বিভিন্ন মেয়র পারিষদ, কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন, আধুনিক পরিকাঠামো ও নাগরিক-বান্ধব পরিষেবার লক্ষ্যে এই নতুন প্রশাসনিক ভবন শিলিগুড়ি পৌর নিগমের কাজকর্মকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে। পাশাপাশি সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন, যা প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

পৌর নিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এই নবনির্মিত ভবনের মাধ্যমে নাগরিক পরিষেবা আরও উন্নত হবে এবং শহরের প্রশাসনিক কাজকর্ম এক ছাদের তলায় সুশৃঙ্খলভাবে পরিচালিত করা সম্ভব হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উপস্থিত অতিথি ও নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে।