সকাল থেকেই রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ স্পষ্ট। কলকাতায় ভোর থেকে ঘন কুয়াশা থাকায় বেলা বাড়লেও রোদের দেখা মেলেনি। তাপমাত্রা খুব একটা না কমলেও ঠান্ডার অনুভূতি বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় পারদ ধীরে ধীরে নামবে, ফলে শীতের দাপট আরও বাড়তে পারে।
কুয়াশাই এখন সবচেয়ে বড় সমস্যা। মঙ্গলবার ও বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অনেক জায়গায় দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে থাকলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তা ৫০ মিটারেরও নীচে নামতে পারে। এর ফলে সড়ক ও রেল যোগাযোগে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। দক্ষিণবঙ্গে সবচেয়ে ঠান্ডা ছিল পুরুলিয়া, সেখানে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। উত্তরবঙ্গে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে, তারপর দু’দিনে আরও প্রায় দুই ডিগ্রি কমতে পারে।
