বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

1 min read

দেশে করোনা সংক্রমণে টিকাকরণের সংখ্যা রেকর্ড করেছে। কিন্তু অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৪ জন। একই সময় ১৭ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬০ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১ জন। সংক্রমণের হার রয়েছে ৫.৭৩ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ১.৪৮ শতাংশ। 

উৎসব মরশুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিল, কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। ইতিমধ্যে দেশের টিকাকরণ ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে যা আলাদা প্রাপ্তি। 

You May Also Like