বেড়েই চলেছে মৃত ভোটারের সংখ্যা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। এই প্রক্রিয়ায় মৃত্যু হয়েছে এমন ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি কিংবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম যাচাই করা হচ্ছে।

কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৬৭ জন ভোটার বাদের তালিকায় ছিলেন। আধিকারিকদের দাবি, এনুমারেশন চলাকালীন এই সংখ্যা প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ করে বাড়ছে। উল্লেখ্য, আগামী বুধবার, ১১ ডিসেম্বর এসআইআর-এর এনুমারেশন পর্ব শেষ হচ্ছে।

এরপর যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। তখনই স্পষ্ট হবে, আসলে কতজন ভোটারের নাম চূড়ান্তভাবে তালিকা থেকে বাদ যাচ্ছে। এনুমারেশন পর্ব শেষের মুখে দাঁড়িয়ে, SIR-এর অঙ্ক এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যা এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।