মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর কাজ নিয়ে ফের নতুন তথ্য সামনে আনল নির্বাচন কমিশন।
প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু দেখা গিয়েছে, এখনও ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬টি ফর্ম আপলোডই হয়নি। এগুলোকে বলা হচ্ছে আন-কালেক্টেড ফর্ম। এখানে একটা বিষয় স্পষ্ট যে, এই আন-কালেক্টেড ফর্মগুলো কোনও সাধারণ ফর্ম নয়।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, এই তালিকায় পড়ছেন মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, স্থায়ীভাবে সরে যাওয়া, আগেই ভোটার তালিকায় থাকা, কিংবা অন্যান্য কারণে বাদ পড়া ব্যক্তিরা। কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন মৃত ভোটারকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। কমিশনের স্পষ্ট বক্তব্য, যত দ্রুত আপলোড শেষ হবে, তত দ্রুত বাংলার মৃত ভোটারের প্রকৃত সংখ্যা জানা যাবে।
