হিলকার্ট রোডের পুরোনো গাছেই পাখিদের শেষ আশ্রয়, শহরের বুকে ফিরে দেখা এক হারিয়ে যেতে বসা ছবি

শহর যতই আধুনিক হচ্ছে, ততই কমছে সবুজের পরিধি। উঁচু অট্টালিকা, চওড়া রাস্তা আর কংক্রিটের জঙ্গলে ধীরে ধীরে বাসস্থান হারাচ্ছে পাখিরা। একসময় যে শহর ঝাঁকে ঝাঁকে পাখির কলকাকলিতে মুখর থাকত, আজ সেখানে সেই দৃশ্য ক্রমেই বিরল হয়ে উঠছে। তবুও ব্যতিক্রম হয়ে রয়ে গেছে শিলিগুড়ি শহরের হিলকার্ট রোড।

এখানকার কিছু পুরোনো গাছ আজও হয়ে উঠেছে পাখিদের নিরাপদ আশ্রয়। সারাদিন বিশাল আকাশ জুড়ে উড়ে বেড়ানোর পর সন্ধ্যা নামলেই পাখিদের একমাত্র ঠিকানা হয়ে ওঠে হিলকার্ট রোডের এই গাছগুলো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গাছের ডালে ডালে বসে পড়া অসংখ্য পাখির কোলাহল যেন শহরের বুকে এক অন্যরকম প্রাণের স্পন্দন এনে দেয়।

শহরের মাঝখানে এমনভাবে ঝাঁকে ঝাঁকে পাখির রাতিবাস এমন দৃশ্য আজ আর খুব একটা দেখা যায় না। একসময় শিলিগুড়ি সহ গোটা বাংলা জুড়েই এই ছবি ছিল পরিচিত, কিন্তু আধুনিকতার চাপে তা আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে। হিলকার্ট রোডের এই পুরোনো গাছগুলো তাই শুধু পাখিদের ঠিকানাই নয়, বরং শহরের হারিয়ে যেতে বসা প্রাকৃতিক ঐতিহ্যের নীরব সাক্ষী।