ধর্মনগরে মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নেতৃত্বে গঠিত বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কুখ্যাত মহিলা মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৪ হাজার ইয়াবা ট্যাবলেট। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার কালোবাজারি মূল্য আড়াই কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।
ধৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গ্রেপ্তারকৃত মহিলারা হলেন,। আফিয়া বেগম (বাসিন্দা: উদয়পুর, কাকড়াবান এলাকা), অংকুরি বিবি (বাসিন্দা: উদয়পুর, কাকড়াবান এলাকা) এবং মাফিয়া বেগম (বাসিন্দা: সুনামুড়া এলাকা)। পুলিশ জানায়, অভিযুক্তরা অত্যন্ত কৌশলে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাদক পাচার করত।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি সুনির্দিষ্ট এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রাই জানান, মাদক পাচারের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
