ডিউটির চাপের মাঝেই সতেজতা আর সৌহার্দ্যের বার্তা নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে শুরু হয়ে গেল ১৩তম অ্যানুয়াল স্পোর্টস মিট। শুক্রবার পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে দু’দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ কমিশনার সি. সুদাকার।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনারেটের শীর্ষ আধিকারিকদের উপস্থিতি ক্রীড়া উৎসবকে দিয়েছে বিশেষ মাত্রা। ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ইস্ট-ওয়েস্ট) রাকেশ সিং, এডিসিপি পূর্ণিমা শেরপা সহ একাধিক এসিপি, বিভিন্ন থানার আইসি-ওসি সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা অনুষ্ঠানে যোগ দেন।
এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তালিকাভুক্ত মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা। শুধু সাধারণ পুলিশ কর্মীরাই নন, পুলিশ কমিশনার সহ বিভিন্ন স্তরের আধিকারিকরাও নামেছেন মাঠে, যা প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যকে আরও মজবুত করবে বলে মনে করছেন আয়োজকরা।
পুলিশ কর্মীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখতেই প্রতিবছরের মতো এবছরও এই আয়োজন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার সি. সুদাকার। শুক্রবার শুরু হওয়া এই ক্রীড়া উৎসব চলবে শনিবার পর্যন্ত, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি আনন্দ ও উৎসবের আবহে মিলবে সহকর্মীরা।
