বাড়ছে চাপ, এবার সিবিআই-এর নজরে সায়নী

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পর এবার সিবিআই-এর নজরে জনপ্রিয় অভিনেত্রী তথা যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।

গত মঙ্গলবার শিক্ষক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সায়নীকে চিঠি দেয় ইডি। সেই মতো শুক্রবার প্রায় ১১ ঘণ্টা চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তবে আগামী ৫ই জুলাই সায়নীকে ফের তলব করেছে ইডি। কিন্তু এরই মধ্যে এবার সিবিআই এর নজরে সায়নী।

প্রসঙ্গত, সায়নী যুব তৃণমূলের সভাপতি হওয়ার পরেই সাধারণ সম্পাদক হন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। কুন্তল-সায়নীর যোগ নিয়েই এবার তদন্তে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, ইতিমধ্যেই একাধিক সাক্ষীর বয়ানে সায়নী ঘোষের নাম উঠে এসেছে। এইসব খতিয়ে দেখতেই এবার ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।