একলাফে প্রায় অনেকটা কমল মাংসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর, চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর। নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রেরই ঊর্ধ্বমুখী দামের মাঝেই নববর্ষের আগে কিছুটা স্বস্তি দিয়ে কমল মুরগির মাংসের দাম। রাজ্যে পোল্ট্রি মুরগির দাম এক লাফে প্রায় ১০০ টাকা কমতেই বঙ্গবাসীর মুখে যে হাসি ফুটেছে একথা বলাই বাহুল্য।

সূত্রের খবর, ঝাড়খণ্ডের বার্ড ফ্লু’র জেরেই রাজ্যে পোল্ট্রি মুরগির দাম হঠাৎ করেই কমে গিয়েছে। এদিকে, ঝাড়খণ্ডে ব্লাড ফ্লু’র প্রকোপ বাড়তেই অসম সরকার পশ্চিম সীমান্ত দিয়ে পোল্টি মুরগি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে বাংলায় পোল্ট্রি মুরগি বিক্রতাদের মাথা হাত পড়েছে। মুরগি সরবরাহ বন্ধ থাকায় বাংলার ব্যবসায়ীরা চরম বিপদের মুখে পড়ছেন।

ফলে, একপ্রকার বাধ্য হয়েই তারা রাজ্যের বাজারেই বেচে দিচ্ছেন কম দামে মুরগি। শুধু অসম নয়, সে রাজ্যের পশ্চিম সীমান্ত দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মুরগি সরবরাহ করে বাংলা। তবে মাংসের দাম এক লাফে এতটা কমে যে আশাতীত তা বলাই বাহুল্য।