আগামী মাস পর্যন্ত চলবে প্রকল্পের কাজ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম ঐক্যশ্রী স্কলারশিপ। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

এর মূল উদ্দেশ্য হল স্কুল ছুটের সংখ্যা কমানো ও পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য উৎসাহ প্রদান করা। আগামী ৩১ আগস্ট অবধি ইচ্ছুক পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন। রাজ্যের নির্দিষ্ট সংখ্যক কিছু ছাত্রছাত্রী এই বৃত্তি পাওয়ার যোগ্য।

ঐক্যশ্রী স্কলারশিপ পরিচালনা করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম। এটি বাংলার সংখ্যালঘু সম্প্রদায় তথা মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের জন্য একটি দুর্দান্ত উদ্যোগ। আবেদনকারী শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে এবং তাঁর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষের বেশি হলে চলবে না।