পৃথক কামতাপুর রাজ্য গঠন, জনজাতিকরণ ও ভাষা স্বীকৃতির দাবিতে কেএসডিসি (কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল) সহ একাধিক সংগঠন যৌথভাবে অনির্দিষ্টকালের রেল অবরোধের ডাক দিয়েছিল। মঙ্গলবার সকাল ছয়টা থেকে এই অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নেতৃত্ব।
জানা গিয়েছে, ভারত সরকারের প্রতিনিধিরা কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে আলোচনা করেন ও শান্তি আলোচনার দ্রুত সমাপ্তির আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত রেল অবরোধ স্থগিত রাখা হয়। তবে অবরোধ স্থগিত হলেও আন্দোলনকারীরা রেল লাইনের পাশে অবস্থান – বিক্ষোভে বসেন।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত বেতগাড়া রেল স্টেশন সংলগ্ন খাটোবাড়ি এলাকায় রেল লাইনের ধারে কয়েক শতাধিক কর্মী – সমর্থক অবস্থান বিক্ষোভে অংশ নেন। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ তুলে নেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, আলোচনার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন করে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে কেএসডিসি ছাড়াও কেপিপি ইউ, আকসু, জিসিপিএ সহ একাধিক সংগঠন একত্রিত হয়ে অংশ নেয়। সম্ভাব্য রেল অবরোধকে সামনে রেখে ঘটনাস্থলে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
