দেশকে রক্ষা করতে সব চেয়ে বড় দায়িত্ব ভারতীয় সশস্ত্র বাহিনীর, এই বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বিএসএফ। দেশের সীমান্ত বরাবর অতন্দ্র প্রহরায় নিয়োজিত জওয়ানদের দেখে অনেকেই তাঁদের মতো হওয়ার স্বপ্ন দেখেন। এবার এল বড় খবর। বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে বিএসএফ।
১১০০ র বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। এথ মধ্যে হেড কনস্টেবল (রেডিও অপারেটর) পদ রয়েছে ৯১০ টি এবং হেড কনস্টেবল (রেডিও মেকানিক) পদ রয়েছে ২১১ টি। হেড কনস্টেবল (রেডিও অপারেটর) পদে আবেদনের যোগ্যতা- এই পদে আবেদনের জন্য বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক পাশ করলেও আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে আইটিআই পাশ হতে হবে। হেড কনস্টেবল (রেডিও মেকানিক) পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা একই রাখা হয়েছে। ১৮ বছর বয়স হলেই আবেদন করা যাবে। সর্বোচ্চ বয়স ২৫। অনলাইনে আবেদনের জন্য প্রথমেই যেতে হবে www.rectt.bsf.gov.in ওয়েবসাইটে। এরপর Apply Online – HC (RO/RM) Recruitment 2025 অপশনে যেতে হবে। সেখানেই মিলবে আবেদনপত্র।
