বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বহু টালবাহানার পর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বর্তমানে অপেক্ষায় কয়েক লক্ষ। দীর্ঘ ৯ বছর পর হয়েছে এসএসসি নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই মিটেছে। এবার এসএসসির ফল প্রকাশের দিনক্ষণ সামনে আসছে। এবার জানা গেল নভেম্বরের ৭ তারিখের মধ্যেই এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ। ফলপ্রকাশের পরেই জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
সুপ্রিম কোর্টের দেওয়া ডিসেম্বর ডেডলাইনের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে তৎপর এসএসসি। সম্প্রতি এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি।’’ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
