সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এসএসকেএম হাসপাতালে ১৫ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে স্বাস্থ্যভবন এমএসভিপিকে রিপোর্ট তলব করেছে। জানা গেছে, পরিবারের সঙ্গে নাবালিকা হাসপাতালে এসেছিল।
অভিযোগ, হাসপাতালে অস্থায়ী কর্মী অমিত মল্লিক তাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। ঘটনা নজরে আসার পরেই এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন। ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের হয়েছে।
সূত্রের খবর, অভিযুক্ত অমিত মল্লিক বর্তমানে এনআরএসের অস্থায়ী কর্মী। সম্পূর্ণ ঘটনার সত্যতা খতিয়ে দেখতে স্বাস্থ্যদপ্তর এমএসভিপিকে ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছেন। স্বাস্থ্যসচিব নিজে বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখবেন।
