লাইভঃ প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ১০ জুন, শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট।  কথামতোই সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে মোট ৭লক্ষ ২০ হাজার ৮৬২ জন পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। যার মধ্যে  ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পাশ করেছে। পাশের হার ৮৮.৪৪%। সেঅনুযায়ী উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে রয়েছেন ২৭২ জন। যার মধ্যে প্রথম হয়েছেন অদিশা দেবশর্মা, কচবিহার দিনহাটা সনিদেবি জৈন হাই স্কুল । প্রাপ্ত নম্বর ৪৯৮ । শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ। দ্বিতীয় হয়েছে পঃ মেদিনিপুরের সায়নদ্বীপ সামন্ত। প্রাপ্ত নম্বর ৪৯৬ । শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। এবং তৃতীয় হয়েছেন ৪ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। যার মধ্যে রয়েছে পাঠভবনের রহিন সেন। হুগলি কলেজিয়াট স্কুলের সোহন দাস। কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউটের অভিক দাস। পুঃ মেদিনীপুরের পরিচয় পারি। এছাড়াও চতুর্থ হয়েছে আট জন। পঞ্চম স্থানে ১১ জন। ষষ্ঠ স্থানে রয়েছেন ৩২ জন। সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন

বিস্তারিত আসছে…