রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
রেশনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। এতদিন পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্ত্যোদয় রেশন গ্রাহকদের পরিবার পিছু খাদ্যশস্য চাল ও গম বরাদ্দ করা হত। বর্তমানেও সেই নিয়ম কার্যকর রয়েছে। তবে এ বার সেই নিয়মে পরিবর্তন আনার পথে কেন্দ্র।
এবার পরিবারের বদলে মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ করার নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট বলছে, এই বিষয়টি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের ‘অ্যাকশন প্ল্যানে’ অন্তর্ভুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে যাতে চালু করা যায় সেই লক্ষ্যে এগোনো হচ্ছে। অন্ত্যোদয় পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বণ্টনে বৈষম্য হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র, সেই কারণে মাথাপিছু চাল ও গম দেওয়ার কথা ভাবা হয়েছে।
