বদলে গেল নিয়ম

বদলে গেল নিয়ম, এবার থেকে নয়া নিয়মে মিলবে খাবার। রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার মুখ দেখে খাবার মিলবে। শুরু হচ্ছে ‘ফেস রেকগনিশন সিস্টেম’। কেন্দ্রে এসে শুধুমাত্র নাম বা আধার কার্ড নম্বর বললেই হবে না। খাবার পেতে হলে মিলিয়ে নিতে হবে মুখের ছবি।

বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে উপভোক্তাদের কাছে পুষ্টিকর খাবারগুলি পৌঁছেছিল না। এই অভিযোগ ওঠার পরই সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়িতে নতুন নিয়ম চালু করা হলো। প্রসূতি ও শিশুদের পুষ্টি এবং তাদের বৃদ্ধির কাজ করে আসছে রাজ্যের নারী- শিশু এবং সমাজ কল্যাণ দফতর।

এমনকি দফতরের তরফ থেকে ইতিমধ্যেই একাধিক প্রকল্প নেওয়া শুরু হয়ে গিয়েছে। ‘ফেস রেকগনিশন সিস্টেম’ চালু করায় বহু প্রসূতি ও শিশু উপকার পাবে বলে মনে করছে এবার রাজ্যের নারী- শিশু এবং সমাজ কল্যাণ দফতর। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় ১ লক্ষ ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে।