মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে তিনি বৈঠক করলেন তমলুক ও বারাসাত সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। সূত্রের খবর, বারাসাতের বৈঠকে অভিষেক বলেন, “কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার সভা করুন। রোজ মানুষকে বোঝান যে, কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু বিভিন্ন প্রকল্প চালু রাখতে নিজেদের কোষাগার থেকে টাকা দিচ্ছে রাজ্য সরকার।”
তিনি জানান, কেন্দ্রের কাছে রাজ্যের ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এদিন বৈঠকে কেন্দ্রের বঞ্চনার এই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন অভিষেক। পাশাপাশি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে জনপ্রতিনিধিদের সক্রিয় হওয়ার কথা বলেন অভিষেক।
