জয় হলো গেরুয়া শিবিরের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ছক্কা হাকাল বিরোধী শিবির বিজেপি। নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ২ নং ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলীর নির্বাচনে ১২-০ ফলাফলে জয়ী পদ্ম শিবির।

নন্দীগ্রামে সমবায় ভোটে ফের নিরঙ্কুশ জয় পদ্ম শিবিরের। বিরুলয়া সমবায় সমিতির ভোটে বড় জয় গেরুয়া শিবিরের। মোট আসন সংখ্যা ১২। আর ১২ আসনেই জিতেছেন বিজেপি সমর্থিক প্রার্থীরা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা শূন্য।

শুভেন্দু গড়ে গো হারা হেরেছে তৃণমূল। জোটেনি একটিও আসন। কোনও অশান্তির খবরও শোনা যায়নি নির্বাচনকে ঘিরে। এদিন বিকেলে ফলাফল সামনে আসতেই গেরুয়া ঝড়। এই নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিল তৃণমূল-বিজেপির মধ্যে। তবে রেজাল্ট সামনে আসতেই সব জলের মত পরিষ্কার।