মাঝে অপেক্ষা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই পুজো। আর এই আবহেই বাঙালির প্রিয় পর্যটন স্থলের তালিকায় প্রথম দিকেই থাকবে দার্জিলিংয়ের নাম। অর দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে টয়ট্রেন। কিন্তু এবার যারা উত্তরবঙ্গে ঘুরতে যাবেন তারা নিরাশ হতে পারেন।
আচমকাই পাহাড়ে বন্ধ হয়ে গিয়েছে টয়ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বৃষ্টির জেরে টয় ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্যই আপাতত টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। প্রতিকূল আবহাওয়ার জেরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। লাগাতার বৃষ্টির জেরে কার্শিয়াংয়ের রংটং এবং তিনধরিয়ার মাঝে বেশ কিছু জায়গায় লাইনের উপরে ধস নেমেছে।
গাছ উপড়ে পড়েও ক্ষয়ক্ষতি হয়েছে। রেল সূত্রে খবর, কর্মীরা ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করে দিয়েছে। একাধিক জায়গায় উপড়ে পড়া গাছ এবং ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। রেলের তরফে আরও জানা গিয়েছে, টয়ট্রেনের লাইন দ্রুত সংষ্কার করা হচ্ছে। এরপর হবে ট্রায়াল রান। তারপরেই ফের যাত্রীদের জন্য টয়ট্রেনের পরিষেবা চালু করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
