বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। তবে এবার আর টানাপড়েন নয়! পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ ব্যয়ের নিরিখে ভারতের মধ্যে ভালো স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
আগে যে টাকা মিলেছিল, তার খরচের হিসেব নিয়েও কোনও প্রশ্ন তুলতে পারেনি মোদী সরকার। সেই সাফল্যে ভর করেই নয়া অর্থবর্ষের টাকা চাইতে প্রস্তুত রাজ্য। গত মার্চ মাসে তথা অর্থবর্ষের একেবারে শেষ লগ্নে আগের আর্থিক বছরের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
যার জেরে রাজ্যের নানান জেলাকে ২৫৪২.১৯ কোটি টাকার কাজের বরাত দেওয়া হয়। এর মধ্যে ৭৯৭.৫৬ কোটি টাকা খরচ করে নিকাশি, খাবার জল সহ পরিকাঠামো উন্নয়নের নানান কাজ হয়েছে। বাকি অর্থের কাজ পর্যায়ক্রমে রূপায়ণ করা হচ্ছে। এর মধ্যে ১১২৭ কোটি টাকা ব্যবহার করে নিকাশি ও পানীয় জলের কাজই করা যাবে।
