সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে কন্যার বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে অন্ত্যোদয় পরিবারভুক্ত বিবাহযোগ্য কন্যার বিবাহের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। গত ২০ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানান। তিনি আরও বলেন, একই বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় মৃত্যুবরণকারী অন্ত্যোদয় পরিবারের সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।এছাড়া সমাজকল্যাণ দপ্তরের অধীনে চালু হচ্ছে ‘চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালিচ্যালেঞ্জড পার্সনস’ নামের নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে ৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।  সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে সি.ডি.পি.ও.-র ৪টি শূন্য পদে নিয়োগ করা হবে।

এই নিয়োগ প্রক্রিয়া টি.পি.এস.সি.-র মাধ্যমে সম্পন্ন হবে। পাশাপাশি এই দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী জানানআগামী ১৯ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর আগে অনুষ্ঠিত হবে বিজনেস অ্যাডভাইজরি কমিটির (বিএসি) বৈঠক। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে অধিবেশন কতদিন চলবে এবং কোন কোন বিষয় বিধানসভায় আলোচনা হবে।