ধর্মঘটের তেমন প্রভাব পড়ল না ডুয়ার্সের চা বলয়ে

ডুয়ার্সের বেশিরভাগ চা বাগানে সকাল থেকেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। অন্যান্য দিনের মতোই সকাল থেকে বাগানে চা পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা। কয়েকটি বাগানে বনধ সমর্থকরা গেটের সামনে মিছিল করলেও সেভাবে বনধের প্রভাব পড়েনি চা বলয়ে।

অন্যান্য বাগানের মতো খোলা রয়েছে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান। চা শ্রমিকদের দেখা যাচ্ছে চা পাতা তুলতে। সামগ্রিকভাবে জলপাইগুড়ি জেলার অন্যান্য এলাকায় বনধের মিশ্র প্রভাব পড়েছে। বেশ কয়েকটি জায়গায় বনধ সমর্থকদের আটক করেছে পুলিশ।