বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম মোখা।
আজ সকাল থেকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আকাশ পরিষ্কার। কোথাও কোনও মেঘের চিহ্নমাত্র নেই। দুটি জেলাকে বাদ দিয়ে আপাতত বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। এরই পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের কোনও জায়গাতেই মোখার কোনও রকমের প্রভাবের কোনও সম্ভাবনাও নেই।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গাঙ্গেয় পশ্চিমচবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে। তবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা অচিরেই ৪০ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।