বাড়ানো হল মেয়াদ

বেশ কিছুদিন দিন আগেই শুরু হয়েছে নয়া অর্থবর্ষ, এই বছরের বাজেটে কর ছাড়ে উদার হয়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষেই আয়কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছিল ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত। এবার আরও বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের।

সোভেরেইন ওয়েলথ ফান্ড ও পেনশন তহবিল থেকে প্রাপ্ত আয়ের উপর কর ছাড়ের মেয়াদ বাড়ানো হল আরও ৫ বছর, ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত। রেভিনিউ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজেটে ঘোষিত কর ছাড়কে বাস্তব রূপ দিল কেন্দ্র।

মূলত SWF ও পেনশন তহবিল থেকে যে লভ্যাংশ, দীর্ঘমেয়াদি পুঁজি লাভ, বা যেকোনো রকমের আয়, তা করের আওতার বাইরে রাখা হচ্ছে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র ২০২০ সালের ১ অক্টোবরের পর বিনিয়োগকারীরা। সরকারের এই নীতির পিছনে লক্ষ্য অত্যন্ত স্পষ্ট—ভারতের পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, টেলিকমের মতো সেক্টরে বিদেশি বিনিয়োগ টেনে আনা।