আগামী ২১ জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় সভা করবেন রাজ্য তৃণমূল কংগ্রেস। সেই সভাকে সফল করতে কোচবিহার থেকে সাইকেলে করে রওনা হলেন দশজন তৃণমূল কংগ্রেস সমর্থক।
রবিবার কোচবিহার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রওনা হয় দশজনের একটি দল। রবিবার রাতে ময়নাগুড়ি এসে পৌঁছায় সেই দলটি। সোমবার সকালে ময়নাগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন।
এদিন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এদিন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস।