পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। সূত্রের খবর, এর মধ্যেই দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দিতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কঙ্গনা যাচ্ছেন হলিউডে। বলিউডে তাঁর অভিনয় বহুল প্রশংসিত। এ বার হলিউডে কাজ করতে চলেছেন কঙ্গনা।
একটি ভৌতিক ছবির প্রধান চরিত্রে সুযোগ পেয়েছেন তিনি। ছবির নাম ‘বি দ্য ইভিল’। এই ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন হলিউডের অভিনেতা টাইলার পোজ়ে, সিলভারস্টার স্ট্যালোনের কন্যা স্কারলেট রোজ় স্ট্যালোন।
সম্প্রতি বিদেশি ছবির উপরে ১০০ শতাংশ শুল্ক জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এই ছবির শুটিং-এর জন্য নিউ ইয়র্ককেই বেছে নিয়েছেন ছবির নির্মাতারা। ছবির পরিচালনা করছেন অনুরাগ রুদ্র। খুব শীঘ্রই নিউ ইয়র্কে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।