শিলিগুড়ি ঠাকুরনগরের মোবাইলের দোকানে চুরি, উদ্ধার চুরির সামগ্রী

শিলিগুড়ি শহর সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গত বুধবার সকাল প্রায় ন’টা নাগাদ দোকানের কর্ণধর দোকান খুলে সিলিংয়ের কিছু অংশ ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হওয়ায় দোকানের ভেতরে চারদিকে নজর দিতেই চুরির বিষয়টি স্পষ্ট হয়।

দোকান থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, রাউটার সহ একাধিক সরঞ্জাম খুলে নিয়ে যায় চো*রেরা। পাশাপাশি দোকানের ভেতরে থাকা একাধিক দামি স্মার্টফোন, স্মার্টওয়াচ, হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়ার অভিযোগ লিখিত আকারে এনজেপি থানায় জমা করেন দোকান কর্ণধার। ঘটনার পরপরই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখে অপরাধীকে শনাক্ত করে পুলিশ।

এর পরই গত শুক্রবার সাউথ শান্তিনগর দুর্গামন্দির নিবাসী বিশ্বজীৎ সেন ওরফে (ছোটন)নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।গত শনিবার তদন্তের স্বার্থে  অভিযুক্তকে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে সোমবার  তার বাড়ি থেকে  উদ্ধার হয় চুরির দুটি স্মার্ট ওয়াচ,দুটো মোবাইল ও একটি মোবাইল চার্জার।বাকি চুরি হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।